Header Ads

Header ADS

জাতিয় পরিচয় পত্রের তথ্য যাচাই করুন মাত্র দুই মিনিটে । NID Card verify in two minutes.

 জাতিয় পরিচয় পত্রের তথ্য যাচাই


 মোবাইল দিয়ে জাতিয় পরিচয় পত্রের তথ্য যাচাই



ল্যাপটপ/কম্পিউটার দিয়ে জাতিয় পরিচয়পত্রের তথ্য যাচাই

     বাংলাদেশের নাগরিক হিসেবে জাতিয় পরিচয় পত্র আমাদের জন্য আবশ্যক । আর জাতিয় পরিচয় পত্র তাদেরই হয় বা তারাই এর জন্য আবেদন করতে পারবে যাদের বয়স ১৮ বছরের উপরে । আমরা অনেকেই আছি যারা ভোটার আইডি কার্ড করেছি কিন্তু ভোটার আইডি কার্ডে যে তথ্য রয়েছে তা কিভাবে যাচাই করতে হয় তা জানি না। তো আজকে আমরা জানবো কিভাবে জাতিয় পরিচয় পত্রের তথ্য যাচাই করতে হয় সেই বিষয়টি ।

 প্রথমতঃ 

    আমাদেরকে আমাদের মোবাইলের অথবা ল্যাপটপ অথবা কম্পিউটারের যেকোন ব্রাউজার ওপেন করে নিতে হবে । তারপর সার্চ অপশনে গিয়ে ভূমি উন্নয়ন কর ইংরেজিতে (land.gov.bd) লিখে সার্চ করলেই  ভুমি অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করতে হবে । সেখানে নতুন ইন্টারফেস ওপেন হবে। ঠিক এরকম.......


 দিত্বীয়তঃ 

    এই ওয়েবসাইট থেকে নিচের দিকে যে ভুমি উন্নয়ন কর নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে। তারপর এরকম ইন্টারফেস আসবে । ঠিক এরকম......


তৃত্বীয়তঃ 

    আবারও এই ওয়েবসাইট থেকে নিচের দিকে যে অনলাইন ভুমি উন্নয়ন কর নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করতে হবে। তারপর এরকম ইন্টারফেস আসবে । ঠিক এরকম......


     সবশেষে ভুমি উন্নয়ন কর ব্যবস্থাপনার এই পদ্ধতিতে আপনার মোবাইল নাম্বার, জাতিয় পরিচয়পত্র নাম্বার ও জন্ম তারিখ সঠিকভাবে বসিয়ে দিয়ে নিচে যে পরবর্তি পদক্ষেপ অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে দিলেই আপনার জাতিয় পরিচয় পত্রের তথ্য সম্পূর্নভাবে চলে আসবে। 

    তো আপনার চাইলে এভাবে মোবাইল অথবা কম্পিউটারে আপনার জাতিয় পরিচয় পত্রের তথ্য খুব সহজেই যাচাই করে নিতে পারেন । 

    সরাসরি যাচাই করনের লিঙ্কঃ  https://ldtax.gov.bd/citizen/register

      ভিডিওর লিঙ্কঃ  https://youtu.be/AP0KcEfnV7k


 

   
     এই সম্পর্কিত আরও তথ্য জানতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ভ্রমন করুন,
 
ফেসবুক পেইজঃ 
 
ইউটিউব চ্যানেলঃ 
 
 


আমার সাইটে ভ্রমন করার জন্য ধন্যবাদ

No comments

Powered by Blogger.